![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F0a12117b-9cfc-4bff-8d52-57650d7c0820%252FBangladesh_football_Tam_5.jpg%3Frect%3D1%252C0%252C3870%252C2177%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
ফিফা র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগোল বাংলাদেশ
প্রথম আলো
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১৭:০১
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়েও।
আগের অবস্থান থেকে ছয় ধাপ এগিয়েছেন জামাল ভূঁইয়ারা। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৮৯ থেকে এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩। ১৮.৩৭ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।