সাভারে র্যাব-পুলিশের চেকপোস্ট, পরিবহনে তল্লাশি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১৬:৩৭
সাভারের মহাসড়কে ঢাকা জেলা পুলিশ, ট্রাফিক ও র্যাব যৌথভাবে বিভিন্ন পরিবহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। এ সময় যানবাহনের ফিটনেস ও বৈধ লাইসেন্স দেখা হচ্ছে। হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন ভঙ্গ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে সাভার হাইওয়ে থানার পাশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করছেন তারা।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ চেকপোস্ট বসিয়ে আমরা অভিযান পরিচালনা করছি। চেকপোস্টে যানবাহনের ফিটনেসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।