সাত দেশকে বিনা মূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ

www.ajkerpatrika.com শ্রীলঙ্কা প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১২:২১

ভারত, চীন ও রাশিয়াসহ সাত দেশের নাগরিকদের বিনা মূল্যে পর্যটন ভিসা দেবে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশে শ্রীলঙ্কা। গত মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে। সাতটি দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে ভারত থাকলেও নিকট প্রতিবেশী বাংলাদেশের নাগরিকেরা এই সুবিধা পাবেন না। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


ভারত, চীন ও রাশিয়া ছাড়াও শ্রীলঙ্কার তরফ থেকে এই সুবিধা পাবেন জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকেরা। কিন্তু ভারতের নিকট প্রতিবেশী হলেও বাংলাদেশের নাগরিকেরা সুবিধা পাবে না। দেশের পর্যটন খাতকে চাঙা করতে শ্রীলঙ্কা সরকার একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা দেবে উল্লিখিত দেশের নাগরিকদের। 


অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা বিগত কয়েক মাস ধরেই দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে লক্ষ্যে দেশের পর্যটন খাত পুনরুজ্জীবিত করা ও দেশে পর্যটক টানার লক্ষ্যে একটি পাইলট প্রকল্প হাতে নিয়ে শ্রীলঙ্কা সরকার। তাদের লক্ষ্য হলো—২০২৬ সালের মধ্যে দেশে ৫০ লাখ পর্যটক আনতে হবে। বিনা মূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচিরই অংশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও