বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় বিস্মিত জাতিসংঘ মহাসচিব
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ২৩:০২
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দাবি করেছেন, নিরাপত্তা পরিষদে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আজ বুধবার (২৪ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। একইসঙ্গে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় তিনি বিষ্মিত হয়েছেন বলে জানান।
গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, হামাস অহেতুক ইসরায়েলে হামলা চালায়নি। এমন মন্তব্যের পর ইসরায়েলিদের তোপের মুখে পড়েন গুতেরেস। তাকে পদত্যাগও করতে বলা হয়।