হাঁসের পালকের মতো পিচ্ছিল তল তৈরি করেছেন বিজ্ঞানীরা

প্রথম আলো প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৯:৩৪

হাঁসের পিঠে থাকা পালক এমনই পিচ্ছিল যে হাঁস পানি থেকে উঠে এসে গা ঝাড়া দিলেই সব পানি ঝরে যায়। পিচ্ছিল পালকের কারণে হাঁসকে পানিতে ভেজানো যেন অসম্ভব।


কোন রহস্যে পানিতে ভিজলেও ভেজা লাগে না হাঁসদের? আবার পানি পড়তে পড়তে গাড়ির কাচ ঝাপসা হয়ে গেলে অনেকের মন খারাপ হয়। এসব মন খারাপ কমাতে বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে কার্যকর পানিপ্রতিরোধী তল (সারফেস) তৈরি করেছেন। বৃষ্টির দিনে বা পুকুরের পানিতে নামলে তো হাঁস ভিজে যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও