কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৩১০ সিসির নতুন বাইক আনলো টিভিএস মোটর

অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা টিভিএস মোটরস। গ্রাহকদের চাহিদা মেটাতে একের পর এক বাইক নিয়ে হাজির হচ্ছে সংস্থাটি। এবার ৩১০ সিসির একটি বাইক নিয়ে এলো টিভিএস। যার নাম টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০। এরই মধ্যে স্পোর্টি ডিজাইনের কারণে বাইকটি বাইকপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এর আগেও সংস্থাটি ৩১০ সিসির বাইক এনেছে বাজারে। তবে অ্যাপাচি বাইকের ডিজাইন নজর কেড়েছে সবার। বাইকের ইঞ্জিনে সবচেয়ে বড় চমক ৩১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার. যা সর্বোচ্চ ৩৫.০৮ হর্সপাওয়ার এবং ২৭.৮ এনএম টর্ক তৈরি করতে পারে। এর সঙ্গে দেওয়া হয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।

এই বাইকের যে টপ ভেরিয়েন্ট রয়েছে সেখানে একাধিক ফিচার পাবেন। এই ফিচারগুলোর মধ্যে আছে ডিজিটাল টিএফটি স্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, গোপ্রো কানেক্টিভিটি, কল/এসএমএস এলার্ট, ক্রুজ কন্ট্রোল, ভেন্টিলেটেড সিট, কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং এবং ডুয়াল ডিস্ক ব্রেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন