হামাসের হাতে বন্দিদশার বর্ণনা দিলেন ইসরায়েলি নারী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৬:০৫
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন এক ইসরায়েলি নারী, যিনি গাজার সুড়ঙ্গে কাটানো ১৬ দিনের বিচিত্র অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
ইয়োশেভেদ লিফশিৎজ নামে ৮৫ বছর বয়সী ওই নারীসহ আরও এক নারীকে সোমবার রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস যোদ্ধারা। এরপর তাকে নেওয়া হয় তেল আবিবের একটি হাসপাতালে। সেখানে সাংবাদিকদের কাছে তার জিম্মিদশার অভিজ্ঞতা তুলে ধরেন লিফশিৎজ।
এই নারীকে হস্তান্তরের একটি ভিডিওতে দেখা যায়, এক অস্ত্রধারীর সঙ্গে তিনি করমর্দন করছেন। হাসপাতালে এর কারণ জানতে চান এক সাংবাদিক।
জবাবে লিফশিৎজ বলেন, “জিম্মিকারীরা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। অন্য যারা জিম্মি আছে, তারা ভালোভাবেই আছে।”