গোলের দেখা পেলেন রদ্রিগো, জিতল রিয়াল
গত মৌসুমে দারুণ ফুটবল খেলেছেন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। লিগে ৯ গোল দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ও অন্যান্য প্রতিযোগিতায় আরও ১০ গোল এসেছিল তার পা থেকে।
করিম বেনজেমাহীন ও কিলিয়ান এমবাপ্পেকে কিনতে না পারা চলতি মৌসুমে তাই রদ্রিগোর কাছে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু ১০ লিগ ম্যাচে মাত্র এক গোল করে রদ্রিগো আলোর বাইরে চলে গিয়েছিলেন। সব আলো যেন কেড়ে নিয়েছিলেন জুড বেলিংহাম।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে গোল করেছেন লস ব্লাঙ্কোসদের এই নাম্বার ইলেভেন। তার সঙ্গে গোল করেছেন বেলিংহামও। রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দলের টানা তিন জয়ে প্রথমে দলকে লিড এনে দেন রদ্রিগো। তিন ম্যাচের ১৬ মিনিটে জালে বল পাঠান। প্রথমার্ধে ওই লিডে শেষ করে রিয়াল।
দ্বিতীয়ার্ধে গোল করেন বেলিংহাম। তার ৬৩ মিনিটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লাঙ্কোসরা। পাঁচ মিনিট পরেই ব্রাগা একটি গোল শোধ করে হারের ব্যবধান ছোট করে।