আর্সেনাল ও ম্যানইউয়ের জয়ের দিনে বায়ার্নের রেকর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে নিজেদের ভালোভাবে ধরে রেখেছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা হারিয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে। ২-১ গোলে জয় পেয়েছে। এ জয়ে তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপে শীর্ষে তারা।
একই রাতে নিজেদের মাঠে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠের খেলায় হারিয়েছে এফসি কোপেনহেগেনকে। তিন ম্যাচে প্রথম জয় এটি তাদের। তিন ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে তৃতীয় স্থানে সাবেক এই চ্যাম্পিয়নরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রুপে শতভাগ জয় নিয়ে নেতৃত্বে রয়েছে বায়ার্ন মিউনিখ। একই রাতে গালাতাসারেকে তারা ৩-১ গালে হারিয়েছে। স্কোরশিট দেখে বায়ার্নের সহজ জয় মনে হতে পারে। কিন্তু তা নয়, বরং ৭৩ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। পরবর্তীতে হ্যারি কেন ও জামাল মুসিয়ালা গোল করে দলের নিশ্চিত করেন।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফুটবল ম্যাচ
- উয়েফা চ্যাম্পিয়ন লিগ