বিদ্যুৎ নেই ৩ ঘণ্টা, ডাক্তার রোগী দেখলেন মোমবাতির আলোয়
ডাক্তার দেখানোর জন্য সকাল সকাল জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) বহির্বিভাগে এসে টিকেট কাটার লাইনে দাঁড়িয়েছিলেন তাহের উদ্দিন; গত কিছুদিন ধরে তিনি পায়ের ব্যথায় ভুগছেন। কিন্তু বিদ্যুৎ নেই বলে কাউন্টারে লোক নেই। এভাবে চললো তিন ঘণ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “এই শরীরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ায়ে থাকতে হচ্ছে৷ গরমে জান বের হয়ে যাচ্ছে। কোনো কর্মকর্তাও নাই। মানুষজনের হাহাকার অবস্থা।"
তাহের উদ্দিনের মত আরও বহু রোগী ও তাদের স্বজনদের ভুগতে হয়েছে বুধবার সকালে। কারণ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরের এই সরকারি হাসপাতালের একটি ভবনে বিদ্যুৎ ছিল না।
হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ায় এ বিপত্তি। ওই সময়টায় আউটডোরে যে ডাক্তাররা ছিলেন, তাদের কেউ কেউ রোগী দেখেছেন মোমের আলোয়।