
নতুন লাইফ পার্টনার লাগবে কেন, শাকিব তো আছেই : অপু
দিন কয়েক আগেই ঢাকা পোস্ট-এর প্রতিবেদন থেকে পাঠক জানতে পেরেছিল, দ্বিতীয় বিয়ে ঘিরে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভাবনা। স্বামী শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পরেও নতুন করে বিয়ের কোনো পরিকল্পনা নেই অপুর, সেটাই তুলে ধরা হয়েছিল সেই প্রতিবেদনে। এই নায়িকা চান না, তার সন্তান জয় বাবা হিসেবে শাকিব ব্যতীত অন্য কাউকে গ্রহণ করুক।
অপু যে এখনও শাকিবকেই ধারণ করেন সেই প্রমাণ মিললো সম্প্রতি তার দেওয়া কিছু বক্তব্যে। যেখানে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনে নতুন কোনো লাইফ পার্টনারের প্রয়োজন নেই। কারণ শাকিব তো আছেই।
তার মানে কী, এখনও শাকিবকেই স্বামী হিসেবে মানেন অপু বিশ্বাস? যদিও প্রশ্নটা ছিল ভিন্ন। সঞ্চালক অপুকে জিজ্ঞেস করেন, জীবন তো এভাবে একা চলবে না। কখনো তো একজন লাইফ পার্টনার লাগবে? এর জবাবে অপু বলেন, ‘যেভাবে জয়ের খেয়াল রাখে শাকিব, আমি মনে করি- তাহলে আর নতুন কাউকে লাগবে কেন?’