 
                    
                    পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ
                        
                            সমকাল
                        
                        
                        
                         প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১০:২৪
                        
                    
                দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে সাকিবের দল।
ওই হারে দশ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ। বড় ওই চার হারে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে।
সেমিফাইনালে ওঠার আশা এক প্রকার শেষ হয়ে গেছে। ম্যাচ শেষে সাকিব তাই বলেছেন, সেমিতে না হোক পয়েন্ট টেবিলে অন্তত পাঁচ-ছয়ে শেষ করতে চান তারা।
 
                    
                 
                    
                