![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-10%2F129b7a65-9ba5-4bd8-bdd1-ef43da940b15%2Fcox_hamun_241023_1.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
‘দুর্বল হচ্ছে’ হামুন, তবে জনবহুল অঞ্চলে আঘাত নিয়ে শঙ্কা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৫:৪০
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন শক্তি বাড়িয়ে ‘অতি প্রবল’ হয়ে উঠলেও আবহাওয়া অধিদপ্তর মনে করছে উপকূলে আঘাত হানার সময় এর শক্তি কমে যাবে।
তাই বলে নির্ভার থাকার কোনো সুযোগ নেই। কারণ, ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত যে প্রবণতা, তাতে ঝড়টি যাবে জনবহুল এলাকার ওপর দিয়ে। সে জন্য সতর্ক থাকতে হবে।”
অধিদপ্তরের বিশ্লেষণ বলছে, ভোলা, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঝালকাঠি এলাকায় ঘূর্ণিঝড়টির প্রভাব থাকবে বেশি।