কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংকটে কমছে কর্মসংস্থান, তিন মাসেই ৪ লাখ মানুষের কর্মসংস্থান কমেছে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১০:৩৩

অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও ব্যক্তি খাতে বিনিয়োগ স্থবিরতায় মানুষের কাজের সুযোগ কমছে। নতুন কাজের সুযোগ হচ্ছে না; উল্টো কমছে কর্মসংস্থান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপের তথ্য বলছে, তিন মাসেই দেশে প্রায় ৪ লাখ মানুষের কর্মসংস্থান কমেছে। ব্যবসায়ী-উদ্যোক্তারা জানান, রপ্তানিতে ক্রয়াদেশ কমছে। রেমিট্যান্সে ধীরগতি। ডলার সংকটে চাপে আছে ব্যবসা-অর্থনীতি। কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। মূল্যস্ফীতি মানুষকে চরমভাবে ভোগাচ্ছে। এসব কারণেই কর্মসংস্থান কমছে।


বিবিএসের ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইং একটি জরিপ প্রতিবেদন তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুন সময়ে ৩ লাখ ৯০ হাজার মানুষের কর্মসংস্থান কমেছে। এ সময়ে দেশের মোট কাজে নিয়োজিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭ লাখ ১০ হাজার। এর আগের প্রান্তিক জানুয়ারি-মার্চ সময়ে কাজে নিয়োজিত মানুষের সংখ্যা ছিল ৭ কোটি ১১ লাখ। সুতরাং তিন মাসেই ৪ লাখের মতো কর্মসংস্থান কমেছে। বিবিএস বছরের দ্বিতীয় প্রান্তিক জেলা পর্যায়ের ৩০ হাজার ৮১৬টি খানা থেকে প্রশ্নপত্র ব্যবহার করে এ জরিপের তথ্য সংগ্রহ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও