ইসরায়েলের সমালোচনা করায় পদত্যাগে বাধ্য হলেন ওয়েব সামিটের সহপ্রতিষ্ঠাতা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ২১:৩৭
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’। প্রতিবছর প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও শীর্ষ প্রতিষ্ঠানগুলো এ সম্মেলনে অংশ নিয়ে নিজেদের বিভিন্ন হালনাগাদ প্রযুক্তি প্রদর্শন করে। আগামী ১৩ নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে এ সম্মেলন শুরু হবে, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে পদত্যাগ করেছেন ওয়েব সামিটের সহপ্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রেভ।
১৩ অক্টোবর এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের সমালোচনা করে একটি পোস্ট দেন প্যাডি কসগ্রেভ। পোস্টে ইসরায়েলবিরোধী বক্তব্য থাকায় প্যাডি কসগ্রেভের ওপর ক্ষুব্ধ হয়ে ওয়েব সামিট বয়কটের ঘোষণা দেয় গুগল, ইন্টেল, সিমেন্স, মেটাসহ বেশ কিছূ প্রযুক্তি প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সম্মেলন বয়কটের ঘোষণার কারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্যাডি কসগ্রেভ।