ডেঙ্গুতে এক দিনে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১৪
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৯:২১
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ২৮৩ জন। আর চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরে ৭ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।