ঘোষণাতেই ৫ টাকা বেড়ে গেল আটার দাম
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৭:৩৬
আন্তর্জাতিক বাজারে গত এক বছরে গমের দাম কমলেও দেশের বাজারে এর সুফল মিলছে না। এর মধ্যেই আবার প্যাকেটজাত আটার দাম ঘোষণা দিয়েছে কোম্পানিগুলো। কিন্তু সেই দামের প্যাকেটজাত আটা বাজারে না আসতেই দাম বেড়ে গেছে প্রতি প্যাকেটে ১০ টাকা, অর্থাৎ কেজিতে ৫ টাকা।
করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে গমের দামে রেকর্ড গড়েছিল। কৃষ্ণসাগর হয়ে নিরাপদে যাতে শস্য পরিবহন হয়, সে জন্য তুরস্কের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে শস্যচুক্তির কল্যাণে বিশ্ববাজারে গমের দাম নেমেছে অর্ধেকে। তার ধারাবাহিকতায় এক বছরে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে ৩১ শতাংশ। শতকরা যতটা বেড়েছে, সেই তুলনায় নামমাত্র দাম কমেছে দেশের বাজারে।