এবছর আইপ্যাডের নতুন মডেল বাজারে আসছে না
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৬:১৫
আগামী বছরের মার্চে আইপ্যাডের নতুন মডেল বাজারে আনবে অ্যাপল। প্রতিবছর অক্টোবরে এই ডিভাইসের আপডেট এলেও এবার তার ব্যতিক্রম হবে বলে জানিয়েছেন ব্লুমবার্গের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান। অ্যাপলের তথ্যদাতা ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। গত আট বছর থেকে অক্টোবরে নতুন আইপ্যাড নিয়ে আসা হয়। তবে গুরম্যান বলছেন, ইউএসবি সিযুক্ত নতুন অ্যাপল পেন্সিল বসন্তের আগে বাজারে আসলেও নতুন মডেলের আইপ্যাড মার্চের আগে ছাড়বে না অ্যাপল।
কোম্পানিটি কয়েক বছর ধরে এগারো প্রজন্মের আইপ্যাড, সপ্তম প্রজন্মের আইপ্যাড মিনি ও ষষ্ঠ প্রজন্মের আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে। আইপ্যাড এয়ারে নতুন এম২ চিপ ও আইপ্যাড মিনিতে এ১৬ চিপ ব্যবহার করা হতে পারে। আগামী মার্চে এই ডিভাইসগুলো বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে