গোসলের পর চায়ের লিকারে চুল ধুলে কী হয়

সমকাল প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৭:৫৬

সারাদিনে এক কাপ চা খান না এমন মানুষ কমই আছেন। এক মুহূর্তে শরীরের ক্লান্তি দূর করে দেয় চা। চায়ের মধ্যে থাকা ট্যানিন, অ্যান্টিঅক্সিডেন্ট চুলের সজীবতা বজায় রাখতেও সাহায্য করে। তবে এক্ষেত্রে কার্যকরী লিকার চা। লিকার চা শরীরের জন্য যেমন উপকারী তেমনি চুলের জন্যও যথেষ্ট কার্যকর। শ্যাম্পুর পর যদি লিকারে চুল ধোয়া হয় তাহলে চুলে যেমন শাইনিং ভাব থাকবে তার সঙ্গে একটা ব্রাউনিশ ফিলও  আসবে। 


বেশিরভাগই মানুষই চুলে রঙ করার জন্য নানা ধরনের রাসায়নিক ব্যবহার করেন। এই রাসায়নিক চুলের জন্য একেবারে ভালো নয়। এতে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায়। এমনকী ত্বকের নানা সমস্যাও হতে পারে।  এ কারণে প্রাকৃতিক উপায়েই চুল রঙ করতে পারেন। চায়ের লিকারে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড থাকে, যা ধীরে ধীরে চুলের রংকে গাঢ় করে তুলতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও