যেভাবে তৈরি হয় প্রাকৃতিক গোলাপি হীরা
হীরা নিয়ে মানুষের আগ্রহ হাজার বছরের। মূল্যবান হীরা নিয়ে নানা কিংবদন্তি চালু আছে। নানা রঙের হীরা প্রকৃতিতে পাওয়া যায়। গোলাপি রঙের হীরা বেশ দুর্লভ ও মূল্যবান। বিশ্বের বেশির ভাগ গোলাপি হীরা অতিকায় মহাদেশ বা সুপারকন্টিনেন্ট নুনার বিচ্ছেদ থেকে উদ্ভূত বলে মনে করছেন একদল বিশ্লেষক। হীরা গোলাপি আভার হতে প্রকৃতির হেঁয়ালির প্রয়োজন হয়। পৃথিবীর অভ্যন্তরের প্রচণ্ড চাপে হীরার স্ফটিক জালি বিকৃত হলে গোলাপি হীরা উদ্ভূত হওয়ার সম্ভাবনা থাকে। শক্তিশালী চাপের কারণে হীরার সাধারণ আলোক প্রতিফলনের পরিবর্তন আসে।
অতিকায় মহাদেশ নুনা কলম্বিয়া ও হাডসনল্যান্ড নামেও পরিচিত। ২৫০ কোটি থেকে ১৬০ কোটি বছর আগে পৃথিবীর প্রাচীন সুপার মহাদেশ হিসেবে নুনা টিকে ছিল। এই অতিকায় মহাদেশের অংশবিশেষ এখনকার ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উত্তর আমেরিকা ও দক্ষিণ অস্ট্রেলিয়ার সঙ্গে পশ্চিম কানাডার সঙ্গে সংযুক্ত ছিল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উদ্ভাবন
- তৈরি
- গোলাপি হীরা