আবার ২৮ অক্টোবর!

www.ajkerpatrika.com মহিউদ্দিন খান মোহন প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৪:১৬

২৮ অক্টোবর তারিখটির কথা মনে হলেই এ দেশের মানুষের হৃৎকম্প শুরু হয়। ২০০৬ সালের এই দিনে যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেই দুঃসহ স্মৃতি মানুষ আজও ভুলতে পারেনি। প্রাগৈতিহাসিক যুগের হিংস্রতা সেদিন দেখা গেছে এই সভ্য যুগে রাজধানী ঢাকার রাজপথে।


প্রকাশ্য দিবালোকে একদল মানুষ আরেক দল মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল এক বীভৎস জিঘাংসায়। পিটিয়ে হত্যা করে লাশের ওপর একদল মানুষকে পাশবিক উল্লাসে মেতে উঠতে দেখে শিউরে উঠেছিল জাতি। শুধু রাজনৈতিক দ্বন্দ্ব কিছু কিছু মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার নজির স্থাপিত হয়েছিল সেদিন বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশের রাস্তায়। রাজনৈতিক সহিংসতার সেই উৎকট রূপ বাকরুদ্ধ করে দিয়েছিল বিবেকবোধসম্পন্ন মানুষকে। আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যখন জিঘাংসায় রূপ নেয় কেবল তখনই ঘটতে পারে অমন পাশবিক ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও