আওয়ামী লীগে আবার ক্ষমা পেলেন জাহাঙ্গীর, অপেক্ষায় অনেকে

প্রথম আলো প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৩:৪৮

একবার নয়, পরপর দুবার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। প্রথমবার ক্ষমা করার সময় বলা হয়েছিল, ভবিষ্যতে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচনা করা হবে। কিন্তু দ্বিতীয়বারের মতো ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম। এবারও একই কথা বলা হয়েছে, ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গ করলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচনা করা হবে।


আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, জাহাঙ্গীর শুধু ক্ষমাই পাননি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বের স্বপ্নও দেখছেন। এখনই না হলেও ভোটের পর তাঁকে দলীয় পদে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।


বিএনপিসহ বিভিন্ন দল ও জোটের সরকারবিরোধী আন্দোলন ও আগামী নির্বাচন মাথায় রেখে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করা হয়েছে বলে দলটির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিভিন্ন পর্যায়ে নির্বাচনে অংশ নিয়ে যাঁরা দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তাঁদের অনেকে সাম্প্রতিক সময়ে দলে ফিরে এসেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও