কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সরকারের ব্যাংক ঋণের সুদহার দ্রুত বাড়ছে

ব্যাংক ব্যবস্থা থেকে এখন সরকারের ঋণ চাহিদার পুরোটাই উন্মুক্ত নিলামের মাধ্যমে নেওয়া হচ্ছে বাজার থেকে। এতে করে সরকারের ব্যাংক ঋণের সুদহার দ্রুত বাড়ছে। ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদ উঠেছে ৯ দশমিক ৬০ শতাংশে। দুই সপ্তাহের মধ্যেই এ হার ২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। ট্রেজারি বন্ডের সুদহার ১০ দশমিক ৫০ শতাংশে গিয়ে ঠেকেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আইএমএফের শর্ত পালনে বাজারে সুদহার বাড়ানোর এ পথ বেছে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবে ব্যাংকের গ্রাহকদের আমানত ও ঋণের সুদহার বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২১ সালের আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে ২ হাজার ৫৩০ কোটি ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে উঠে এসেছে ২ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি। বাজারে তারল্য বাড়াতে সরকারের ঋণ চাহিদার বেশির ভাগই সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে সরবরাহ করা হয়। সর্বশেষ গত ২ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক সরকারকে সরাসরি ১ হাজার ১৭৫ কোটি টাকা ঋণ দেয়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ মূল্যস্ফীতি বাড়াচ্ছে– এমন সমালোচনার মুখে আপাতত কেন্দ্রীয় ব্যাংক তা থেকে বিরত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন