You have reached your daily news limit

Please log in to continue


১৪ হাজার কর্মী ছাঁটাই করছে যে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান

ফিনিশ টেলিকম প্রতিষ্ঠান নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তর আমেরিকায় ফাইভ–জি সরঞ্জাম বিক্রির ধীরগতি ও লাভ কমে যাওয়ায় তারা এই কর্মী ছাঁটাই করবে।

নোকিয়ার প্রধান নির্বাহী (সিইও) পেক্কা লান্ডমার্ক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘তৃতীয় ত্রৈমাসিকে আমরা সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ব্যয় কমাতে এ কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

নোকিয়া বলেছে, ব্যয় কমানোর এই পরিকল্পনার লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে ৮০০ মিলিয়ন থেকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো সাশ্রয় করা। কর্মী সংখ্যা ৮৬ হাজার থেকে ১৬ শতাংশ কমিয়ে আনা হবে। এতে কর্মী সংখ্যা দাঁড়াবে ৭২ হাজার থেকে ৭৭ হাজার। মোবাইল নেটওয়ার্ক, ক্লাউড অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিসেস ও করপোরেট ফাংশন থেকে এসব কর্মী ছাঁটাই করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন