You have reached your daily news limit

Please log in to continue


‘তামিম’ প্রসঙ্গে বাংলাদেশের নির্বাচকদের প্রশংসা আকরামের

বিশ্বকাপ শুরুর আগে থেকে বাংলাদেশের দল নির্বাচন নিয়ে তুমুল হইচই শুরু হয়েছিল। যা এখনও কমবেশি স্থান করে নেয় নানা আলোচনায়। সেই প্রসঙ্গ এবার নতুন করে তুললেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তার নজর কেড়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচে তিনি দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন, পেয়েছেন ফিফটিও। এরপরই তাকে দলে অন্তর্ভুক্ত করায় আকরাম বাংলাদেশ ক্রিকেটের নির্বাচকদের প্রশংসা করেছেন।

ওয়ানডে ক্যারিয়ারে তানজিদের প্রথম ফিফটির (৫১) ইনিংসে আছে মনোমুগ্ধকর কিছু মুহূর্ত। বিশেষ করে জসপ্রীত বুমরাহ’র বাউন্সারে হুক করে ছক্কাটা তো অনেকেরই দীর্ঘদিন মনে থাকার কথা। শার্দূল ঠাকুরের পরপর তিন বলে ৬, ৪ ও ৬! তানজিদের ইনিংসটি ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পোর্ট অব স্পেনে সেই জয়ের ম্যাচে খেলা তামিম ইকবালকে ভীষণভাবেই মনে করিয়ে দিয়েছে। যদিও এমন চমৎকার ইনিংসটিকে আর বড় করতে পারেননি তানজিদ। এলবিডব্লুর ফাঁদে পা দিয়ে তিনি ‘চায়নাম্যান’ কুলদীপ যাদবের বলে আউট হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন