 
                    
                    কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে যাওয়া ৬ সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ২১:০৪
                        
                    
                কুষ্টিয়া সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছয় সাংবাদিক হামলার শিকার হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, মারতে উদ্যত হয়ে তাঁদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয়েছে। ভিডিও করার সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর তাঁরা শহরে ফিরে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                