You have reached your daily news limit

Please log in to continue


জন্মদিনে নিজেকে শতক উপহার দিতে পেরে খুশি মিচেল মার্শ

অস্ট্রেলিয়ার ইনিংসের চতুর্থ বলে প্রথম কোনো বলের মুখোমুখি হন মিচেল মার্শ। শাহিন আফ্রিদির সেই বলটি ছিল ইনসুইংগার। মার্শ ব্যাট চালান, কিন্তু বল চলে যায় উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে। আফ্রিদি এটাকে ক্যাচই মনে করেছিলেন। কিন্তু তিনি ছাড়া আর কেউ আবেদনই করেননি।

মিচেল মার্শ তখন কী মনে করেছিলেন বা তাঁর দিনটা কেমন যাবে ভেবেছিলেন! কারণ, মার্চের জীবনে আজকের দিন বা তারিখটা যে বিশেষ। নিজের জন্মদিন বলে কথা! যে করেই হোক, বিশেষ দিনটাকে রাঙাতে হবে—এমনটা ভাবতে ভাবতেই হয়তো আফ্রিদির পরের বলটার মুখোমুখি হয়েছিলেন মার্শ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন