সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ২ যুবককে কুপিয়ে হত্যা
প্রথম আলো
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ২০:৪৫
সিরাজগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবকের নামই আল আমিন। দুজন বন্ধু। একজনের বয়স ৪০ বছর, তিনি ওই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। অপর আল আমিনের বয়স ৩৬ বছর, তিনি মোহাম্মাদ ঠান্ডুর ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত দুই যুবকের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ইছামতী গ্রামের হায়দার আলী পক্ষ ও বাচ্চু পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বাচ্চু পক্ষের লোক হিসেবে পরিচিত ৪০ বছর বয়সী আল আমিন। তিনি তাঁর বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে গ্রামের বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হায়দার পক্ষের লোকজন দুই আল আমিনের ওপর হমলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কুপিয়ে হত্যা
- হামলা
- পুলিশ
- জমি দখল