কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাসপাতালে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের দাবি আয়ারল্যান্ডের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৬:২৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায়কে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করার দাবি জানিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। বুধবার (১৮ অক্টোবর) কড়া প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স এ দাবি জানান।


মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ বোমা চালায় ইসরায়েল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ। এছাড়া আরওে অনেক মানুষ হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে।


তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা খাবার-পানির অভাবে ভুগছে। এর মধ্যেই গাজার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলাকে অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে। হামলাটি কীভাবে ঘটেছে, কারা দায়ী ও এর পরিণতি কী, তা সম্পর্কে একটি নির্ভরযোগ্য তদন্ত হওয়া জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও