বরবটি-রুই মাছের ভর্তা তৈরির রেসিপি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৪:০৬
গরম ভাতের সঙ্গে যেকোনো ভর্তা হলেই জমে বেশ। তার সঙ্গে যদি যোগ হয় মাছের স্বাদ, তাহলে তো কথাই নেই। ২ টুকরা রুই মাছ আর অল্প কিছু বরবটি দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা বেশ সুস্বাদু। চলুন তবে জেনে নেওয়া যাক বরবটি-রুই মাছের ভর্তা তৈরির রেসিপি-তৈরি করতে যা লাগবে
রুই মাছ- ২ টুকরা
বরবটি ছোট টুকরা করা- ১ কাপ
পেঁয়াজ মোটা কুচি- ৩ টেবিল চামচহলুদ- সামান্য
লবণ- পরিমাণমতো
ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ- ঝাল অনুযায়ী
তেল- ৩ টেবিল চামচ।
- ট্যাগ:
- লাইফ
- খাবার
- ভর্তা রেসিপি