দেশে স্তন ক্যানসারে দিনে ১৯ মৃত্যু
সমকাল
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২৩:২৮
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, স্তন ক্যানসারে প্রতি বছর বাংলাদেশে প্রায় ৭ হাজার নারীর মৃত্যু হয়। সেই হিসাবে প্রতিদিন গড়ে ১৯ জন মারা যাচ্ছেন। তবে প্রাথমিক পর্যায়ের শনাক্ত করতে পারলে এ রোগে সুস্থতার হার ৯০ শতাংশ। এই মৃত্যুহার কমাতে তাই সবার আগে প্রয়োজন সচেতনতা।
বুধবার রাজধানীর একটি হোটেলে স্তন ক্যানসার জয়ী নারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে এ আয়োজন করে বাংলাদেশ ক্যানসার সোসাইটি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাপী প্রতি বছর অক্টোবর মাসকে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। মাসটি পিংক অক্টোবর হিসেবেও পরিচিত। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘স্তন ক্যানসারবিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা।’
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্তন ক্যান্সার
- নারীর মৃত্যু