You have reached your daily news limit

Please log in to continue


সুজেয় শ্যামকে আজীবন সম্মাননা প্রদান

১৮তম সানসিল্ক–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে উপস্থিত থেকে সুজেয় শ্যাম পুরস্কার গ্রহণ করেন। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ এবং বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আজীবন সম্মাননা গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে সুজেয় শ্যাম অনেকটা আবোপ্লুত হয়ে পড়েন। বলেন, ‘আমি ক্যানসারে আক্রান্ত। আমার যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার চেয়ে সুস্থ আর কেউ নেই। কারণ, জীবিত অবস্থায় এই ধরনের পুরস্কার আমি পেয়েছি। আমাদের দেশে বেঁচে থাকলে এই ধরনের পুরস্কার কম দেওয়া হয়। কিন্তু চ্যানেল আই সব সময় শিল্পীদের যথাযথ মূল্য দেওয়ার চেষ্টা করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন