কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মধ্যরাতে আবার স্থগিত সেলিব্রিটি ক্রিকেট লিগ, কারণ এবার কী

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৪৮

বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য থেকেই মূলত তারকা ও কলাকুশলীদের নিয়ে আয়োজিত হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। সেই আয়োজন নিজেদেরই উৎসাহ দিতে পারল না, নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির নজির গড়তে পারল না। নির্ধারিত সময়ের মধ্যে তারা এ আয়োজন সম্পন্ন করতে পারল না।
মারামারি ও হাতাহাতির ঘটনার জেরে ১৮ দিন পর মাঠে গড়ায় সেলিব্রিটি ক্রিকেট লিগ। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে শুরু হওয়া সেই খেলা আবার রাতেই বন্ধ হয়ে যায়। তবে এবার আর মারামারি কিংবা হাতাহাতির মতো কোনো ঘটনায় নয়, দুই দলে নিয়মবহির্ভূত দুজন খেলোয়াড়ের অন্তর্ভুক্তির কারণে বন্ধ হয়েছে এই লিগ। কবে আবার এই খেলা হবে, সে বিষয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত কিছুই জানা যায়নি।

জানা গেছে, ১৮ দিন পর মাঠে গড়ানো সিসিএলের সব খেলা এক দিনের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল পরিচালক সালাহউদ্দিন লাভলু ও নির্মাতা দীপঙ্কর দীপনের দল। কিন্তু ফাইনালের আগেই আবারও বন্ধ হয়ে গেল তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও