টিম্বারলেকের সঙ্গে প্রেম, অতঃপর গর্ভপাত আজও পোড়ায় ব্রিটনি স্পিয়ার্সকে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৪৩

সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা ‘দ্য উইমেন ইন মি’ প্রকাশ হতে চলেছে আগামী ২৪ অক্টোবর, যার কিছুটা প্রকাশিত হয়েছে পিপল ম্যাগাজিনে। সেখানে স্পিয়ার্সের জীবনের অজানা কিছু তথ্য উঠে এসেছে। স্মৃতিকথায় এমন এক বেদনার কথা তুলে ধরেছেন স্পিয়ার্স, যা আজও তাঁকে কষ্ট দেয়।


দুই দশক আগে সংগীতশিল্পী জাস্টিন টিম্বারলেকের সঙ্গে প্রেমের সময়টায় সন্তানসম্ভবা ছিলেন ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু সেই সন্তান পৃথিবীতে আসেনি। কারণ টিম্বারলেক সে সময় সন্তান না চাওয়ায় বাধ্য হয়ে গর্ভপাত করান স্পিয়ার্স।


এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি প্রথম গর্ভপাতের সিদ্ধান্তটি আমার জীবনে সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে একটি। আমার গর্ভাধারণ নিয়ে টিম্বার খুশি ছিল না। আমাকে বুঝিয়েছিল, সন্তান নেওয়ার জন্য দুজনের কেউই প্রস্তুত নই। এরপর আমার গর্ভপাত করা হয়। আমার বয়সও তখন কম ছিল। তখন যদি আমি একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতাম, তাহলে সেটা ঘটত না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও