কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেশাজীবী হতে চায় বেশির ভাগ মেয়ে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০৬

মেয়েদের আকাঙ্ক্ষা যেখানে আয় সৃষ্টিকারী পেশায় পদার্পণ, সেখানে অনেক অভিভাবকেরই চাওয়া শুধু ‘ভালো মেয়ে’ হবে তাঁর সন্তান। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের ‘গার্ল টক_বলব আমি শুনো সবাই’ নামের একটি ক্যাম্পেইনের পর্যালোচনা থেকে এই তথ্য উঠে এসেছে।


আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে মাসব্যাপী দেশের ৬৪টি জেলায় সরাসরি ও অনলাইন মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোরীরা তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, পরিবার থেকে তাদের আশার কথা জানায়। কিশোরীদের পাশাপাশি এই ক্যাম্পেইনে তাদের পরিবার, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২১ হাজারের বেশি। এর মধ্যে ১৮ হাজারের বেশি ছিল ১৩ থেকে ১৯ বছর বয়সী মেয়ে। মেয়েদের মধ্যে ৯৯ শতাংশ ‘ভবিষ্যতে কী হতে চাও’ প্রশ্নের উত্তরে বিভিন্ন পেশাদার কাজের কথা বলেছে। অভিভাবক, পরিবার ও সমাজের মানুষের মধ্যে প্রায় ২০ শতাংশ ‘মেয়ে ভবিষ্যতে কী হবে বলে আপনি আশা করেন?’—এ প্রশ্নের উত্তরে বলেছেন, ‘মেয়ে ভালো মানুষ হয়ে ভবিষ্যতে ভালোভাবে জীবন ধারণ করুক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও