ডেঙ্গুতে ঢাকার বাইরে ভর্তি রোগী দেড় লাখ ছাড়াল

বিডি নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৯:৪১

এইডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৯ জন রোগী; যাদের বেশির ভাগই ঢাকার বাইরের। এ নিয়ে ঢাকার বাইরের জেলাগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।


এ রোগে আক্রান্তদের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে শুধু তাদের তথ্যই দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৫৯৩ জন। ঢাকা নগরীর হাসপাতালগুলোতে এ সংখ্যা ৯৩ হাজার ১০৫ জন রোগী।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ভর্তি ২ হাজার ৬০৯ জন রোগীর মধ্যে ২ হাজার ৪৮ জনই ঢাকার বাইরের হাসপাতালে র্ভতি হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও