আইসিসির কাছে ওয়ার্নারের শাস্তি চেয়েছেন কিউই ধারাভাষ্যকার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৩:৪২

আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তুলতেই বেশি পছন্দ ডেভিড ওয়ার্নারের। যখন দিনটা তিনি (ওয়ার্নার) নিজের করে নেন, থাকেন ছন্দে, তখন প্রতিপক্ষ দলের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। ব্যাটিংয়ের আক্রমণাত্মক অবস্থা দেখা যায় তাঁর আচরণেও। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে গতকাল আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।


প্রথম দুই ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গতকাল মুখোমুখি হয়েছিল। ২১০ এর লক্ষ্যে প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া করে ২৪ রান। যেখানে ওয়ার্নার প্রথম ৫ বলে ১ ছক্কায় করেন ১১ রান। চতুর্থ ওভারের প্রথম বলে ওয়ার্নারের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক। আম্পায়ার জোয়েল উইলসন আউট ঘোষণা করেন। ওয়ার্নার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। বল স্টাম্প মিস করবে এমনটা হয়তো ভাবছিলেন অজি বাঁহাতি ব্যাটার। রিভিউতে দেখা যায়, আম্পায়ার্স কলে আউট হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে রাগ ঝেরেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার। ড্রেসিংরুমে ফেরার সময় আম্পায়ার উইলসনকে উদ্দেশ্য করে বাজে কথা বলেন ওয়ার্নার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও