ইসরায়েলি সেনাদের বিনা মূল্যে খাবার দিয়ে তোপের মুখে ম্যাকডোনাল্ডস
গাজায় অভিযান চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সম্প্রতি সংস্থাটির ইসরায়েল শাখা কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ইতিমধ্যেই তারা চার হাজারটি খাবার হাসপাতালসহ দেশটির সেনাদের মধ্যে বিতরণ করেছে। যুদ্ধ চলাকালীন প্রতিদিন এভাবে কয়েক হাজার মিল খাবার ইসরায়েলি সেনাদের মধ্যে সরবরাহ করার সিদ্ধান্তের কথাও জানায় সংস্থাটি। এ উদ্দেশে দেশজুড়ে পাঁচটি রেস্তোরাঁও খুলেছে ম্যাকডোনাল্ডস।
এদিকে গাজার ওপর নির্বিচার হামলা চালানো ইসরায়েলি বাহিনীকে বিনা মূল্যে খাদ্যসহায়তা দেওয়ায় ঘোষণায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকেই এই ফুড চেইনকে বয়কটের ডাক দিয়েছেন। তাঁরা দাবি করেছেন, যেসব সংস্থা যুদ্ধে পক্ষাবলম্বন করে, বিশেষ করে নির্দোষ শিশু এবং অন্য মানুষের হত্যালীলার ক্ষেত্রে যারা হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়, তাদের বয়কট করাই উচিত।