কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকারি ব্যাংকের খেলাপি ঋণ লাগামছাড়া

প্রথম আলো প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ১৪:২৩

নানা লক্ষ্য বেঁধে দিয়েও সরকারি ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না। এসব ব্যাংক বড় গ্রাহকদের ঋণ দিয়ে আটকে গেছে। আবার অনিয়ম ও দুর্নীতির কারণে খেলাপি হওয়া ঋণকে সুযোগ দিয়ে নিয়মিত করা হলেও কিছুদিন পরই সেগুলোও আবার খেলাপি হয়ে পড়ছে। ফলে ঘুরেফিরে একই বৃত্তের মধ্যে ঘোরাফেরা করছে সরকারি ব্যাংকগুলোর নানা সূচক।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের একটি ছিল খেলাপি ঋণ কমানো। ২০২৪ সালের মধ্যে ব্যাংক খাতের খেলাপি ঋণ ১০ শতাংশে নামিয়ে আনতে বলেছে সংস্থাটি। যদিও গত জুনে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ ১০ দশমিক ১১ শতাংশে উঠেছে, মার্চে যা ছিল ৮ দশমিক ৮০ শতাংশ।


জুন মাসের হিসাবে বেসরকারি খাতের ব্যাংকগুলোর গড় খেলাপি ঋণ ১০ শতাংশের কম। কিন্তু সরকারি খাতে তা ২৫ শতাংশ, মার্চে যা ছিল ১৯ দশমিক ৮৭ শতাংশ। ব্যাংকের খেলাপি ঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও