You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনের আগে যুবলীগের কোনো নেতাকর্মী ঘরে ফিরবে না : পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা যে কোনো মূল্যে এই নির্বাচনে তার হাতকে শক্তিশালী করবো। নৌকাকে জয়ী করতে আমরা সর্বোচ্চ আত্মত্যাগ দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আগামী নির্বাচনের আগ পর্যন্ত যুবলীগের কোনো নেতাকর্মী ঘরে ফেরত যাবেন না। তারা অপশক্তিকে যে কোনো মূল্যে প্রতিহত করবে।’

শনিবার রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন পরশ। 

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘নিজেদের মধ্যে ভেদাভেদ-গ্রুপিং বন্ধ করবেন। নির্বাচনে জনগণের পাশে দাঁড়াবেন, জনগণকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন করবেন। সকল প্রকার অলসতা এবং অনৈক্য পরিহার করে আগামী নির্বাচনকে একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক করবেন। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জয়ী হবে, ইনশাআল্লাহ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন