কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিকারুননিসা নূন স্কুল: ভারপ্রাপ্ত অধ্যক্ষে ভর, সমস্যা নিয়ে চলছে দুই দশক

প্রথম আলো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলী রোড প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ২০:১২

দুই দশক ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর ভর করে চলছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ সময়ে ১৭ জন অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন রাজধানীর অন্যতম নামকরা এই বিদ্যাপীঠে। তাঁদের মধ্যে ১২ জনই ভারপ্রাপ্ত (একই ব্যক্তি একাধিকবারও দায়িত্ব পালন করেন)। দুজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে এলেও দুজনই বিতর্ক মাথায় নিয়ে গেছেন। তাঁদের একজনের ‘বালিশের নিচে পিস্তল নিয়ে ঘুমানোর’ ফোনালাপ ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। আর বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।


নিয়মিত অধ্যক্ষ না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটি মাঝেমধ্যেই অসুবিধায় পড়ছে। বিভিন্ন সময়ে আর্থিক অনিয়মের অভিযোগও উঠছে। সরকারি বিভিন্ন সংস্থার তদন্তে এসব অভিযোগের প্রমাণও পাওয়া যাচ্ছে। তবে কারও শাস্তির কথা এ পর্যন্ত শোনা যায়নি।


অভিযোগ রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনার কমিটির কোনো কোনো সদস্য ও কোনো কোনো অধ্যক্ষের হাত ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনিয়মের ঘটনা ঘটছে। সরকারি কর্মকর্তা, পুলিশ, আইনজীবী, রাজনীতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ পরিচালনা কমিটিতে ঢুকতে প্রতিযোগিতায় লিপ্ত হন। জোর আলোচনা আছে, নানা রকমের সুবিধার জন্যই মূলত শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটিতে ঢুকতে অনেকেই মরিয়া হয়ে ওঠেন। একসময় স্থানীয় সংসদ সদস্য পরিচালনা কমিটির সভাপতি হতেন। তবে উচ্চ আদালতের নির্দেশের কারণে এখন সংসদ সদস্যরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন না। কয়েক বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকার বিভাগীয় কমিশনাররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও