১০০ টাকা দিয়ে ভোট কেনার দিন আর নেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘১০০ টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন, সেই দিন আর নেই। মানুষ এখন সব বোঝে। কারণ, মানুষ এখন শিক্ষিত হয়েছে, তারা জানে কোথায় ভোট দিতে হবে। কোথায় উন্নয়ন আছে, মানুষ সে বিষয়গুলো ভালো বোঝে।’ আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে শতাধিক অসহায়-দরিদ্র পৌরবাসীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। তাদের লক্ষ্যই শুধু ক্ষমতা। তাদের দাবি শেখ হাসিনাকে সরাও, আওয়ামী লীগ সরকারকে সরাও। কিন্তু বিএনপি একবারও বলে না, ক্ষমতায় গেলে তারা দেশ ও মানুষের জন্য কী করবে।
জাহিদ মালেক বলেন, বিএনপি বন্দুকের গুলি, আগুন–সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য তারা আবারও সেই একই কৌশল ব্যবহার করছে। কারণ, বিএনপি কখনো মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না।