![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252Fba0c3024-c739-4bc2-af0e-ab769b3b4434%252Fvin_diesel_the_rock.webp%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
টাক মাথার মানুষ সফল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন
প্রথম আলো
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ১৪:৪০
টাক মাথার পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ তুলনামূলক বেশি! যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। কেবল তা-ই নয়, গবেষণাটি বলছে, টাক মাথার মানুষ অধিক সফল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন।
এদিকে জার্মানির ইউনিভার্সিটি অব সারল্যান্ডের মনোবিজ্ঞানী রোনাল্ড হেনসের গবেষণা জানাচ্ছে, টাক মাথার ব্যক্তিদের বুদ্ধি ও জ্ঞান অন্যদের তুলনায় বেশি। তাঁর মতে, টাক মাথার পুরুষ দেখতে অধিক আকর্ষণীয় বটে, তবে হালকা টাক পড়া মানুষ কিন্তু ততটা আকর্ষণীয় নয়!
- ট্যাগ:
- লাইফ
- আকর্ষণীয় ব্যক্তিত্ব
- টাক মাথা