কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাক দিয়ে রক্তপাত হলে

দেশ রূপান্তর প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ১১:০৮

বিভিন্ন কারণে অনেকের নাক দিয়ে রক্তপাত হতে পারে। তবে নাক দিয়ে রক্তপাত কোনো রোগ নয়। অন্য কোনো রোগের বহিঃপ্রকাশ। রোগ, পরিবেশ, জন্মগত সমস্যাসহ নানা কারণে নাক দিয়ে রক্তপাত হয়। কারণ : আঘাত পেলে, হেড ইনজুরি হলে, নাকে কোনো কিছু ঢুকে গেলে, নাকে প্রদাহ বা ইনফেকশন থাকলে, নাকের ভেতর পলিপ হলে, অনেক সময় নাকের হাড় বাঁকা থাকলে, নাকে ফাংগাল ইনফেকশন হলে, নাকে টিউমার বা ক্যানসার হলে, সাইনাসের বিভিন্ন রোগের কারণেও নাক দিয়ে রক্তপাত হতে পারে।


এ ছাড়া পরিবেশগত কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। শীতপ্রধান দেশে এবং এয়ারকন্ডিশন রুমে থাকার কারণে কারও কারও ক্ষেত্রে নাক শুকিয়ে গিয়ে নাক দিয়ে রক্তপাত হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যায়ও এমনটা হয়। বিভিন্ন রক্তরোগের মধ্যে হিমোফিলিয়া, পারপুরা, লিউকেমিয়া, ভিটামিন-সি এবং ভিটামিন-কে স্বল্পতা, লিভারের কোনো কোনো রোগ। কিছু ওষুধের কারণেও নাক দিয়ে রক্তপাত হতে পারে। রক্ত জমাট বাঁধতে দেয় না এমন ওষুধ সেবনের কারণেও নাক দিয়ে রক্তপাত হয়। এ ছাড়া বয়স্ক ব্যক্তিদের উচ্চ রক্তচাপ, টিউমার বা ক্যানসার হলেও নাক দিয়ে রক্তপাত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও