প্রায় ৩ হাজার কোটি ডলারের কর দেয়নি মাইক্রোসফট: আইআরএস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ১৫:৪৫
জরিমানা ও সুদ’সহ ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত দুই হাজার আটশ ৯০ কোটি ডলার কর পাওনা মাইক্রোসফটের কাছে --এমনই দাবি করেছে মার্কিন কর কর্তৃপক্ষ ‘ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)’।
এ অভিযোগের জবাবে এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের বৈশ্বিক কর ও কাস্টম বিভাগের ভিপি ড্যানিয়েল গফ বলেন, কোম্পানি নিজেদের কর্পোরেট কাঠামো ও অনুশীলন বদলে ফেলায় এর কোনো ভিত্তি নেই।
“অতীতে আইআরএস-এর অভিযোগে ভিত্তি থাকলেও আমাদের এখনকার ব্যবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” --বলেন গফ।
গফের মতে, যুক্তরাষ্ট্রের ‘ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্ট’-এর অধীনে সংস্থাটির প্রস্তাবিত জরিমানার ভিত্তি নেই। এর কারণ হিসেবে তিনি দাবি করেছেন, ওই আইনের সহায়তায় কোম্পানির এক হাজার কোটি ডলার পর্যন্ত কর কমে যেতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কর ফাঁকির অভিযোগ
- মাইক্রোসফট
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে