গাজায় হামলায় সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ
গাজা ও লেবাবনে সামরিক হামলা চালানোর সময় ইসরায়েল সাদা ফসফরাসের যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে বলে হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি বৃহস্পতিবার বলেছে, এ ধরনের অস্ত্রের ব্যবহার বেসামরিকদের গুরুতর ও দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে ফেলবে।
রয়টার্স জানায়, এ অভিযোগের বিষয়ে এক মন্তব্যে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, “সাদা ফসফরাস আছে এমন অস্ত্র গাজায় ব্যবহার করা হয়েছে কি না, বর্তমানে আমরা সেটি অবগত নই।”
লেবাননেও ইসরায়েলি বাহিনী এই অস্ত্র ব্যবহার করেছে, হিউম্যান রাইটস ওয়াচের এমন অভিযোগের বিষয়ে বাহিনীটি কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত শনিবার ইসরায়েলে আকস্মিক ব্যাপক হামলা চালায়, এতে অন্তত ১৩০০ জন নিহত হয়। এর প্রতিশোধ নিতে প্রায় এক সপ্তাহ ধরে হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ১৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর সীমান্তে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয়েছে ইসরায়েল।