বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের প্রত্যয়
বন্যপ্রাণী নিয়ে অবৈধ বাণিজ্য বন্ধ করতে পদক্ষেপ নেবে সরকারের তিন মন্ত্রণালয় ও ১৬টি দপ্তর। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিলুপ্তির ঝুঁকিতে থাকা বন্যপ্রাণীদের অবৈধ বাণিজ্য দমনে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বন অধিদপ্তরের যৌথ আয়োজনে সাইটিস চুক্তি বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক পঞ্চম জাতীয় সেমিনার অংশ নেন নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, কাস্টমস এবং মৎস্য ও বন অধিদপ্তরের প্রতিনিধি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন বলেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্যকে আমাদের আইনে গুরুতর অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করা প্রয়োজন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অবৈধ
- বাণিজ্য
- বন্যপ্রাণী