মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৯:১১
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিরতিতে যাওয়ার আগে কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে।
মালে জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচকে সামনে রেখে লাল সবুজ দল দুই নতুন ফুটবলার নিয়ে লড়ছে।
মাদক কাণ্ডে আনিসুর রহমান জিকো, তপু বর্মণ ও শেখ মোরসালিন নিষিদ্ধ থাকায় নতুনরা সুযোগ পেয়েছেন। এরমধ্যে তেকাঠির নিচে মিতুল মারমা ও রক্ষণে শাকিল হোসেনের অভিষেক হয়েছে।