কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাগেট তৈরির রেসিপি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৭:৩১

নাস্তার অন্যতম অংশ হয়ে উঠতে পারে নাগেট। এটি সব বয়সীদের কাছেই অনেক পছন্দের একটি খাবার। বিশেষ করে শিশুরা নাগেট খেতে অনেক বেশি পছন্দ করে। তবে এই নাগেট সবাই ঠিকভাবে তৈরি করতে পারে না। ভুলভাল রেসিপিতে তৈরি করলে স্বাভাবিকভাবেই তা খেতে ভালো হবে না। তাই সঠিক রেসিপি জানা থাকা চাই। চলুন জেনে নেওয়া যাক নাগেট তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে


চিকেন কিমা- ১ কাপগোলমরিচ গুঁড়া- ১/৪ চা চামচ


মরিচ গুঁড়া- ১/৪ চা চামচ


জিঞ্জার পাউডার- ১/২ চা চামচ


গার্লিক পাউডার- ১/২ চা চামচ


সাদা সরিষা গুঁড়া- ১/৪ চা চামচ


লবণ- স্বাদমতো


ভিনেগার- ১/৪ চা চামচ


সয়াসস- ১/২ চা চামচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও