কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘জিম্মিদের মুক্তি দেওয়ার আগ পর্যন্ত অবরুদ্ধ থাকবে গাজা, নৈতিকতা শেখাবেন না’

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১৬:১৮

ষষ্ঠ দিনে গড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ। যুদ্ধ শুরুর পরপরই হামাস নিয়ন্ত্রিত এলাকা গাজা উপত্যকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইসরায়েল। বন্ধ করে দেয় আমদানি রপ্তানি। এর মাধ্যমে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে গাজাকে। এবার দেশটি হুমকি দিয়েছে, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তি না দিলে এই অবরোধ তুলে নেওয়া হবে না। 


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল ক্যাটজ এই হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে মন্ত্রী এই হুমকি দেন। এমনকি তিনি মানবিকতার খাতিরেও গাজায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না বলেও হুমকি দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও